খুলনা প্রতিনিধি: খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৬ ভর্তি মেলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ভর্তি মেলার শেষদিন ছিলো আজ ১৭ জানুয়ারি । ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিন ভর্তি মেলার সময় বৃদ্ধির এ তথ্য জানিয়ে বলেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধসহ সার্বিক অবস্থা বিবেচনায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৬০% পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। একই সাথে জিপিএ ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ে যেসমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)।