নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুরে শনিবার বিকালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর (পিএলসি) বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ের পূর্ণাঙ্গভাবে বীমা গ্রাহক সেবার মাধ্যমে সার্ভিসিং সেল চালু হয়েছে। কোম্পানীর এভিপি বাবলুর রহমানের সভাপতিত্বে বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ের পূর্ণাঙ্গভাবে বীমা গ্রাহক সেবার মাধ্যমে সার্ভিসিং সেল চালু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাললাইফ ইন্সুরেন্স কোম্পানীর (এভিপি) ও কুষ্টিয়া এরিয়া প্রধান মোছলেহ উদ্দীন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বীমার দাবি ও সার্ভিসিং বিভাগের সেকশন ইনচার্জ এভিপি তৌফিকুল ইসলাম, হিসাব বিভিাগের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দীন, কুষ্টিয়া এরিয়া সার্ভিসিং ইনর্চাজ ছানোয়ারা খাতুন,আর আই ফারুক আহাম্মেদ, এ আর আই মহাসিন আলী, এজিএম আলআমিন, আব্দুস সালাম, রাবেয়া খাতুন প্রমুখ। পরে বীমা গ্রাহক তহমিনা খাতুনকে ন্যাশনাল লাইফ ইনন্সুরেন্স কোম্পানীর (পিএলসি) বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ের পূর্ণাঙ্গ সার্ভিসিং সেল সেবার মাধ্যমে চেক বিতরণ করা হয়।