Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহর কলেজের নতুন অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ০১:৪৬:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর কলেজের অধ্যক্ষ হয়েছেন মার্কেটিং বিষয়ের সহকারী অধ্যাপক জিএম মোস্তাফিজুর রহমান। বুধবার তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আনন্দ মিত্রকে সম্মাননা জানানো হয়। নবনিযুক্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান সভাপতির বক্তব্যে তার অনুভূতি ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ আনন্দ কুমার মিত্র, প্রাক্তন অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রতিষ্ঠাকালীন প্রাক্তন সহকারী অধ্যাপক খালেদুন্নবী খান দিপু, বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান নার্গিস খন্দোকার, ইসলামী শিক্ষার প্রভাষক মনিরুল ইসলাম, দাতা সদস্য ফখরুল বিশ্বাস, ছাত্র মঞ্জুরুল করিম পলাশ, শরিফুল ইসলাম বাবর, তরিকুল ইসলাম, হীরা চৌধুরী, এম এর মঞ্জুর প্রমুখ। আলোচনা শেষে নবনিযুক্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সাথে বিদায়ী অধ্যক্ষ আনন্দ মিত্রকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। নতুন অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান জানান- কলেজের গভর্ণিং বডির সর্বসম্মতিক্রমে তাকে অধ্যক্ষ করা হয়েছে। কলেজ থেকে এ চিঠি অনুমোদনের জন্য জাতীয় বিশ্¦বিদ্যালয়ে পাঠানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)