মাসুম বিল্লাহ : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন- বেগম খালেদা জিয়া প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সকলকে সাথে তিনি নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। অন্তর্ভূক্তিমূলক রাজনীতি করতেন। তিনি মনে করতেন, এই দেশ কারও একার না, দেশ সকলের। তাই সকলকে সাথে নিয়ে অতীতের মতো দেশকে নিয়ে নতুনভাবে গড়তে চেয়েছিলেন। বুধবার যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। নার্গিস বেগম বলেন- বেগম খালেদা জিয়া অনুধাবন করতেন রাজনীতি দেশ ও জনগণের জন্য। সেই উপলদ্ধির জায়গা থেকে তিনি দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতেন। তিনি কখনো জনগণকে মিথ্যা প্রলোভন দেননি। দশ টাকায় চাল কিংবা ঘরে ঘরে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেননি, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামোর আমুল পরিবর্তন করেন। বেগম খালেদা জিয়া কখনো কারও দাসত্ব করেননি। তার হাতে কোন দিন দেশ ও জনগণের স্বার্থ ক্ষুন্ন হয়নি। ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইছালী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ, প্রভাষক হীরা মতি, ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ইছালী ইউনিয়ন জামায়তের আমির মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন সেলি, সদস্য আজগার আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির, ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেসমিন নাহার বর্ষা, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সিনিয়র সহ-সভাপতি আজাদ, ইউনিয়ন আহ্বায়ক মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা এহসানুল হক মজনু।