জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের নারায়ণপুরের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালিয়ে ওই দোকানের সত্ত্বাধিকারী গাজী জাহিদ হাসানকে (৩৬) একটি বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী।
আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে। রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে গাজী জাহিদের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে সময় গাজী জাহিদ হাসান কে আটক করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।