নিজস্ব প্রতিবেদক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যশোরের ৫টি আসন থেকে আরো ১২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন: যশোর-১ শার্শা আসনে জনতার দলের প্রার্থী আব্দুল মান্নান মিন্নু, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহ, যশোর-৩ সদর আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী নিজাম উদ্দিন অমিত, এনসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ, এবি পার্টির প্রার্থী ইয়ামিনুর রহমান, যশোর-৫ মণিরামপুর আসনে খেলাফত মজলিসের প্রার্থী তবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এম এম হালিম এবং যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জিএস হাসান, গণঅধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুর্শীদ প্রাপ্তি।