Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালীর মথুরাপুরে নারী সমাবেশ

এখন সময়: শনিবার, ২০ ডিসেম্বর , ২০২৫, ১২:৫৭:১৪ এম

মাসুম বিল্লাহ : যশোর সদরের ইছালী ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেলিনা সুলতানা মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রাফাত আরা ডলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী। বক্তব্য রাখেন ইছালী ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেসমিন নাহার বর্ষা, যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা, ইউনিয়ন মহিলা দলের সদস্য ও সচিব শিখা সুলতানা, মুক্তা খানম, নির্বাহী সদস্য শারমিন আক্তার এবং ওয়ার্ড মহিলা দলনেত্রী মোর্সেদা খাতুন। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সদর উপজেলা বিএনপির সদস্য কাজী আসগর, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)