লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নাশকতার মামলায় নড়াইলের লোহাগড়ার স্থানীয় আওয়ামী লীগনেতা ও জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ফকিরকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আক্তার হোসেন ফকির উপজেলার চাচই গ্রামের সামাদ ফকিরের ছেলে ও জয়পুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে আক্তার হোসেন ফকিরকে তার বাড়ির পাশে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘লোহাগড়া থানায় দায়েরকৃত নাশকতার মামলায় জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।