ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সুদের টাকা পরিশোধ না করায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুটুদিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আহত ভুক্তভোগী দেবদাস ফৌজদার ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে।
জানা যায়, উপজেলার গুটুদিয়া গ্রামের অমল ফৌজদারের ছেলে দেবদাস ফৌজদার(৩৮) তার চিকিৎসার জন্য আড়াই বছর আগে একই এলাকার বিদ্যুৎ মন্ডলের (৪৪) নিকট থেকে চড়া সুদে ৭ হাজার টাকা ঋণ নেন। প্রতিমাসে ৩৫০ টাকা সুদ পরিশোধ করে আসছে। এ পর্যন্ত সাড়ে ১০ হাজার টাকা সুদ দিয়েছেন তিনি। সম্প্রতি একমাস সুদের টাকা বকেয়া পড়ে। দেবদাস জানান, সকালে তার দোকানে যাওয়ার পথে ভ্যান আটকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে ‘সুদখোর’ বিদ্যুত মন্ডল। পরবর্তীতে তিনি ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে থানা পুলিশের এসআই মনির হোসেন মোল্যা জানান, সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় ৯৬০ নম্বর সাধারণ ডায়েরি হয়েছে। আদালতের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।