নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে আল নূর ফাউন্ডেশনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়নের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সামন্তা মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর কোলা কলেজিয়েট স্কুল, সাতপাড়া মডেল একাডেমি, সামন্তা সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার সময় প্রধান অতিথি ছিলেন আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মো আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ২০১১ থেকে আল নূর ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃত্তি কার্যক্রম। এই কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকলেচুর রহমান, গোপালপুর কোলা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সাতপাড়া মডেল একাডেমি প্রধান শিক্ষক মো মিজানুর রহমান, জিন্নাহ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা : সামন্তা, সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ নাজমুল হোসাইন, মো ইব্রাহিম।
শিক্ষকরা জানান-এ ধরনের আয়োজন এলাকার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সহায়ক হবে এবং শিক্ষার্থীদের আরো মেধাবী করে তুলবে। এবারের বৃত্তি প্রকল্পে প্রতি শ্রেণির মেধার ভিত্তিতে ৫ জন করে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।