নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন-আগামী দিনে দেশ কাদের দ্বারা পরিচালিত হবে সেটি জনগণ ঠিক করবে। অতীতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে যাদের দেশ পরিচালনা অভিজ্ঞতা রয়েছে এবং দেশ যাদের হাতে নিরাপদ ছিল, আগামী দিনে জনগণ তাদের প্রতিই আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি।
রোববার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন ১,২ এবং ৩ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছাতিয়ানতলা কেআই সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন- এই দেশ আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটির সুরক্ষা দেয়ার দায়িত্ব আমাদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। সেই উপলদ্ধির জায়গা থেকে আমরা আগামী দিনে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যেখানে দেশের সীমান্ত সুরক্ষা থাকবে। প্রতিটি নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে। দেশ নিরাপদ থাকলে, আমরা সকলেই নিরাপদ থাকবো। তাই আগামী দিনে দেশপ্রেমিক সরকার গঠন করতে চাই। যে সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। নারী সমাবেশে সভাপতিত্ব করেন চুড়মনকাটি ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব শাহানা পারভীন। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ।