অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের সহযোগিতায় রোববার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, দৈনিক প্রভাতফেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মিলন মোল্যা, স্থানীয় বিএনপি নেতা সুলতান আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বিশিষ্ট সমাজসেবক বশির আহমেদ প্রমুখ। এ কর্মসূচির আওতায় দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।