Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এখন সময়: শনিবার, ২০ ডিসেম্বর , ২০২৫, ১২:৫৬:৩৬ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আরজব খতেজান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার চলিশিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি অলিয়ার রহমান গাজী। এ সময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী ইকবাল কবির, কোষাধ্যক্ষ গাজী মঈন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ইকরামুল করিম লিটন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাফর ফকির, সরিষা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, চলিশিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি হাজী নূর মোহাম্মদ মোল্যা, ফাউন্ডেশনের সদস্য গাজী রাহাত কর্মীর, নাহিদ হাসানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)