অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার তালতলা বাজারে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাওন সরদারের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আকরাম হোসেন সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ. ম. মহিউদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু সরদার, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিন্টু ফারাজী, সহসভাপতি আতিয়ার সরদার, বিএনপি নেতা আলমগীর মোল্যা, পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি সুমন সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল বাসার। এছাড়া পৌর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।