Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় দুর্নীতি বিরোধী দিবস পালন

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ০৫:২৪:২৪ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও হলরুমে আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আনভীর আহমদ।
প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুস শুকুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহম্মেদ, উপজেলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, বর্তমান অধ্যক্ষ মাও. আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সংবাদকর্মী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুধীমন্ডলী ও শিক্ষার্থীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)