লোহাগড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাতাসী রঘুনাথপুর আলিম মাদ্রাসা চত্বরে শালনগর ইউনিয়ন বিএনপির ৭ও ৮ নম্বর ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো: মনিরুল ইসলাম।
শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উজ্বল কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা মোঃ আজিজার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সহ তথ্য- প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল প্রমূখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ বায়েজিদ বরকতী। একই সাথে তৃণমূলের নেতা মোঃ মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় জননেতা তারেক রহমান কে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।