ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলদিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, সেকেন্ড অফিসার এসআই আলিমুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ।
পরে থানার অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।