Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ৩ দিন ধরে পুলিশ সদস্য নিখোঁজ

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ০৫:২৩:৩৪ পিএম

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ  আক্তারুজ্জামানের স্ত্রী শাহিনা আক্তার সিমা ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চৌগাছা থানায় অভিযোগ করেছেন।

নিখোঁজ আক্তারুজ্জামান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত আছেন। তার বিপি নং ৮৪০৩০২৪৬৪৪।

নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার উল্লেখ করেন, ‘আমার তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। আমার স্বামী ২৬ নভেম্বর ৫ দিনের জন্য ছুটি নিয়ে চৌগাছায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়। এর পরে তিনি আর ফিরে আসেননি’। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। (তার ব্যবহৃত ফোন নম্বর-০১৭৯০০১৫৬৭৭৫ এবং ০১৯৫৩৮২৪৪৫২) যে কারণে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান শাহিনা আক্তার।

নিখোঁজ আক্তারুজ্জামানের স্ত্রী শাহিনুর আক্তার আরো জানান, তিন ধরে স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেছি। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)