Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ১০:৪০:৩৭ এম

 

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গণতান্ত্রিক আইনজীবী সমিতির দুই প্রার্থীকে তাদের সাথে নিয়ে সাবু-গফুর ঐক্য প্যানেল ও লইয়াস কাউন্সিল স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী আবু মোর্ত্তজা ছোটকে নিয়ে লতিফ-ছোট ঐক্য পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু। এ বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করছেন ভোটারা।

আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু-গফুর ঐক্য প্যানেলে ১৩ পদে সভাপতি প্রার্থী সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি প্রার্থী গোলাম মোস্তফা ও  বাসুদেব বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর, যুগ্ম সম্পাদক প্রার্থী নূর আলম পান্নু, সহকারী সম্পাদক প্রার্থী সেলিম রেজা ও আশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক প্রার্থী কামরুল হাসান সোহেল এবং কার্যকরী সংসদ প্রার্থী মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।

লইয়ার্স কাউন্সিলের লতিফ ছোট ঐক্য পরিষদের ৮ পদে প্রার্থীরা হলেন, সভাপতি পদে এমএ লতিফ, সহসভাপতি আলশগীর সিদ্দিক (১), সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট, যুগ্ম সম্পাদক পদে আবুল করিম মন্ডল, গ্রন্থাগার পদে এসএম শাহরিয়ার হক, কার্যকারী সংসদ পদে শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু। তিনি প্রথম বারের মতো সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ প্রার্থী, লইয়ার্স কাউন্সিলের ৮ প্রার্থী ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তাজ ছোট ও কাজী রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহরের দিন লইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদের প্রার্থী আকম মনিরুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচনের মূল আকর্ষণ সাধারণ সম্পাদক পদ। বর্তমান সাধারণ সম্পাদক এমএ গফুর ও সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোটর দীর্ঘদিনের অভিজ্ঞ ও জনপ্রিয় আইনজীবী নেতা। অন্যদিকে তরুণ আইনজীবী কাজী রেফাত রেজওয়ান সেতুও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ফলে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের অভিমত।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী জানিয়েছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্নের পথে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরমধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের জন্য বিরতি থাকবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩৬ জন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)