Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার মাদক ব্যবসায়ী  আনোয়ারকে যাবজ্জীবন

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ১০:৪০:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলের মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। বুধবার বিশেষ  জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের একছের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ১৮ জানুয়ারি গভীর রাতে  যশোরের ডিবি পুলিশ চৌগাছার ফতেপুর গ্রামের কদমতলা এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেনকে আটক করা হয়। পালিয়ে যায় দুইজন। আনোয়ার হোসেনের মোটরসাইকেলের পেছনে থাকা বস্তা তল্লাশি করে ৩শ’২০ বোতল ফেনসিডিল ও ফেলে যাওয়া মোটর সাইকেলে থাকা বস্তার ভিতর থেকে আরও ২শ’৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আনোয়ার ও পালিয়ে যাওয়া যশোর সদরের চুড়ামনকাটি গ্রামের জাকিরসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে চৌগাছা থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই এনামুল হক। মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি আনোয়ার হোসেন, চানপুর গ্রামের ইসরাইল ওরফে বালাম ও শাহজাদপুর গ্রামের চান্দুকে অভিযুক্ত করে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আবুল খায়ের। পুর্ণাঙ্গ  ঠিকানা না পাওয়ায় এজাহারনামীয় আসামি জাকিরের অব্যাহতির আবেদন করা হয়।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন জামিনে  মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)