নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের ফরিদপুর গ্রামের স্কুল ছাত্র অলিদ হাসান হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় লুৎফর রহমানকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন হোসেন।
অভিযুক্ত আসামিরা হলো, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের লুৎফর মোল্যার ছেলে রিপন হোসেন, বাবর আলীর ছেলে রাশেদুল ইসলাম, রিপন হোসেনের ছেলে আজমীর আলী আপন ও বড় হৈবতপুর গ্রামের আবু সাঈদ শেখের ছেলে শামীম শেখ।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ মার্চ ছিল ঈদের দিন। এ দিন বিকেলে বন্ধুর ফোন পেয়ে অলিদ ও তার বন্ধুরা পাগলাদাহ গ্রামের ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছিল। এ সময় আসামিরা ব্রিজের উপর বাজি ফোঁটাতে থাকে। বাজি ফোটাতে নিষেধ করায় আসামিরা অলিদ ও তার বন্ধুদের গালিগালাজ করে। বাগবিতণ্ডার এক পর্যায়ে আসামিরা অলিদ ও তার বন্ধু আরিফকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে অলিদ মারা যায়।
তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় রিপন হোসেন এবং অপ্রাপ্ত রাশেদুল ইসলাম, আজমীর আলী আপন ও শামীম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযুক্ত সকলকে আটক দেখানো হয়েছে।