Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলাদেশের নতুন রাজনীতি হতে হবে সাম্য, ন্যায় ও মানুষের মুক্তির পক্ষে : ভিপি সাদিক কায়েম

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ০৭:২০:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়ে বসেছে তারা ক্ষমতায় চলে গেছে । কেউ যদি আবার নব্য ফ্যাসিবাদের দিকে ঝুঁকে কেন্দ্র দখল ও কারসাজির মাধ্যমে নির্বাচন করতে চায়, তবে তাদের পরিণতি অতীতের ফ্যাসিস্ট শাসনের চেয়েও ভয়াবহ হবে।
শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
ভিপি সাদিক কায়েম আরও বলেন, একাধিক নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ভোটের দিন ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দিতে হবে।
ক্ষমতায় গেলে অনেক রাজনৈতিক নেতাই জনসাধারণের খোঁজ নেন না। অতীতে দেশের অসৎ রাজনৈতিক চর্চা বাংলাদেশকে বহুবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে।
তিনি বলেন, বাংলাদেশের নতুন রাজনীতি হতে হবে সাম্য, ন্যায় ও মানুষের মুক্তির পক্ষে। আমরা এমন রাজনীতি চাই যেখানে গরিবের মর্যাদা রক্ষা পাবে, সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটবে।
দেশের স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়েও হুঁশিয়ারি দেন ভিপি সাদিক। তার ভাষায়, চিকিৎসাব্যবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থা। দেশের হাসপাতালগুলো সিন্ডিকেটমুক্ত করতে হবে, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় নিশ্চিত করতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত মুক্তি পায়নি। যতোদিন ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততোদিন আমাদের আন্দোলন চলবে।
সাদিক কায়েম বলেন, খুনি হাসিনার রাজনীতি এই দেশে আর চলবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী।
গণজমায়েতের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এসেছি। মানুষের ভালোর জন্য কাজ করা এবং উন্নয়নুসম্ভাবনার নতুন দ্বার খুলে দেওয়া এটাই আমার প্রধান লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক প্রশাসন ও জনগণের অংশগ্রহণ এই তিনটিই একটি সুখী-সমৃদ্ধ এলাকার ভিত্তি। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিভাজন নয় ঐক্য, অভিযোগ নয় সমাধান, এবং নেতিবাচক রাজনীতি নয় গঠনমূলক ইতিবাচক রাজনীতির ধারায় এগিয়ে যাবো। আমাদের এই অঞ্চলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুব উন্নয়নে এখনও অনেক কাজ বাকি। আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা এগুলোকে আরও গতিশীল এবং মানুষের উপকারে বাস্তব সম্মতভাবে এগিয়ে নেব। জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল ভিত্তি এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ একটি সুশাসিত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ঝিকরগাছা চৌগাছা গড়ে তোলা সম্ভব।
ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর ১ (শার্শা) আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমান, যশোর ৩ (সদর) আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, মণিরামপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, শহর আমির শামসুজ্জামান, শিবিরের পশ্চিম জেলা সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)