নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা কামারবাড়ী মোড়ে মুখোমুখি দুই নছিমনের সংঘর্ষে মো. সুজন (২০) নামে এক নছিমনচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মনোহরপুর এলাকা থেকে নছিমন চালিয়ে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহত সুজন মনোহরপুর এলাকার মো. মঞ্জু আলম রাজুর ছেলে এবং পেশায় নছিমনচালক।