বাগেরহাট প্রতিনিধি : সরকারি অনুমতি ছাড়া ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে খুলনা ও বরিশাল বিভাগে ৭ জেলায় ১৮ রুটে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ১০ পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।
রোববার দুপুরে তিন দফা দাবি আদায়ে লক্ষে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে ৭ জেলার ১০ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। সম্মেলনে ২ ডিসেম্বর থেকে তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, সড়ক মহাসড়কে সরকারি অনুমোদনবিহীন বাস ও ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের নির্দেশনা থাকলেও খুলনা ও বরিশাল বিভাগে ১৮ রুটে তা চলছে। এসব বন্ধের দাবিতে একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠকে করেও কোন প্রতিকার মেলেনি। এই অবস্থায় দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকরা বিভিন্ন বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছি। তাই আমরা খুলনা বরিশাল বিভাগের ৭ জেলার ১০ পরিবহন মালিক ও শ্রমিক সমিতি একজোট হয়ে তিন দফা দাবি আদায়ে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাকতে বাধ্য হয়েছি।
সংবাদ সম্মেলনে বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা পরিবহন মালিক সমিতির সভাপতি সামাদ মোল্লা, ঝালোকাঠি পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, মহিষপুরা-খুলনা পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর পরিবহন মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাস, রূপসা-বাগেরহাট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮ রুটের ১০ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃর্ববৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ৭ জেলার ১০ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সমিতির সদস্যরা একই দাবিতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।