কেশবপুর প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার বিকেলে তিনি উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
এ সময় গাজী সহিদুল ইসলামের সাথে ছিলেন, যশোর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।