মাগুরা প্রতিনিধি : বিদায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে মাগুরা প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকেলে মাগুরা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম খান,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সদস্য মাজহারুল হক লিপু। শেষে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।