কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (৭২) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল ওহাব উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের মরহুম ডা. আব্দুল গফুর সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবাবার জোহরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে মুকুন্দপুর জামে মসজিদের অনুষ্ঠিত জানাজা পরিচালনা করেন ইমাম মাওলানা নুর হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজুমুল ইসলাম বাবু, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম গোলাম ফারুক, প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম গোলাম রহমান, জামায়াত নেতা হাফেজ খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।