Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা

এখন সময়: শনিবার, ১৫ নভেম্বর , ২০২৫, ১২:৪৮:২৭ পিএম

 

মাগুরা প্রতিনিধি: বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক ও অনার্স প্রথম বর্ষ নবীন বরণ ২০২৫ মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রথমেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শরীফ তেহরান টুটুল, বিহারীলাল শিকদার সরকারি কলেজের শিক্ষক রমেশ চন্দ্র বাইন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঢাকা মহানগর শাখার সংগঠক সুস্মিতা মরিয়ম। নবীন শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য প্রদান করেন মোছাম্মদ মায়মুনা খাতুন।আলোচনা সভা শেষে বি এম রত্না, মায়মুনা খাতুন, রিফাত চৌধুরী, শিহাবসহ নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

বক্তারা বলেন, মাগুরা জেলার সকল স্কুল ও কলেজসমূহে নিয়মিত ক্লাস, শিক্ষক সংকট নিরসন, লাইব্রেরি-ল্যাবরেটরিসহ শিক্ষার মান উন্নয়ন করতে হবে।

তাছাড়া মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা,  জেলায় সরকারিভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করা, সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, ইসিজি মেশিন ও আইসিইউ ব্যবস্থা রাখতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)