নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় আরও ৩২ এডিস রোগী শনাক্তের মধ্য দিয়ে যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হতাশ হচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা চিন্তিত।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ নারী পূরুষ। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৪৪ রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৩ রোগী। এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩২, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ রোগী। এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, এবারও সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছেন অভয়নগর উপজেলায়। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়া জরুরি।