পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্কুল ও বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় বৃহস্পতিবার মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের মানিকতলা স্কুল সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় সৃষ্ট দুর্গন্ধের কারণে স্কুলের কার্যক্রম ও আশপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় মালিককে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, নাজির জিয়াদ আলী ও পুলিশ সদস্যবৃন্দ।