কেশবপুর প্রতিনিধি : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি উপলক্ষে কেশবপুরে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র?্যালি শুরু হয়। র?্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র?্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দ দাস অপু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল প্রমুখ।