কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কপিলমুনির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি কাশিমনগর শাপলা চত্ত্বরে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, এস এম আবু বক্কর সানা, সুজায়েত গাজী, কাশেম জোয়ার্দার, মাসুম হাজরা, আব্দুল কুদ্দুস প্রমুখ।