পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ব্রিজ ভেঙে নদীতে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। পাইকগাছা উপজেলার ৩ নম্বর লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি বুধবার দিবাগত রাতে ভেঙে পড়ে। ব্রিজ ভেঙে যাওয়ায় পুটিমারী গ্রাম থেকে শামুকপোতা বাজার পর্যন্ত একমাত্র সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গ্রামবাসীসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়ক ও ব্রিজটি সরকারিভাবে সংস্কার না করায় এলাকাবাসী নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল সচল রেখেছিল। এখন উলুবুনিয়া নদীর উপর ব্রিজটি ভেঙে পড়ায় ওই রাস্তাটিরও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজ ও সড়ক পুনর্র্নিমাণে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।