পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সু সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সম্মাননা পত্র ও পুরস্কার প্রদান। মঙ্গলবার সকালে উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, কবি ও ছড়াকার অ্যাড. শফিকুল ইসলাম কচি,পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক উজ্জল কুমার রায়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) ইমরান খান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু।
বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, সাদিয়া সুলতানা, লিনজা আক্তার মিথিলা, নাফিসা সুলতানা, মোহনা আক্তার রিমি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।
মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান নাফিসা সুলতানা মিথিলা দ্বিতীয় স্থান রাফিয়া তাবাচ্ছুম ইকরা, তৃতীয় স্থান মোহনা আক্তার রিমি এবং কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান সাদিয়া সুলতানা দ্বিতীয় স্থান লিনজা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেন জান্নাতুন নাহার। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৪০ ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৬ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে।