দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফছার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।