অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ৩ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সোমবার দুপুরে নওয়াপাড়া বাজার ব্যবসায়ীদের আয়োজনে ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।
অভিযুক্ত ৩ কর্মকর্তা হলেন- ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম ও ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান।
দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন রাজ এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন রাজ, এস রেজা এন্টারপ্রাইজের মালিক শাহিন রেজা, এস আলম এন্টারপ্রাইজের মালিক শমসের আলম, ফোর্ট ইন্টারন্যাশনালের মালিক আল আমিন, ইউটুপিয়া ইন্টারন্যাশনালের মালিক রাজু আহম্মেদ, কর্নফুলি এন্টারপ্রাইজের মালিক আবুল কাশেম, সোনার বাংলা ইন্টারন্যাশনালের মালিক সোহাগ, আহম্মেদ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সালেহ আহমেদ, নামীরা ইন্টারন্যাশনালের মালিক সাজ্জাদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ৩ কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে নিজেদের অপরাধ ঢাকতে তারা নওয়াপাড়া বাজারের ১২ থেকে ১৫ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা দাবি করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় নওয়াপাড়ার ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।