Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাতপাখা প্রতীকে ভোট দিন : শোয়াইব

এখন সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর , ২০২৫, ০৪:১৪:৫৩ এম

নিজস্ব প্রতিবেদক  : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর সদর-৩ (সদর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার তিনি সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের সতিঘাটা ও কুয়াদা বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এসময় তিনি যশোরবাসীর ভালোবাসা ও সমর্থন দেখে আবেগাপ্লুত হন।

এসময় তার সাথে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, পৌর, যুব ও ছাত্র আন্দোলনের পাশাপাশি মুজাহিদ কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

পথসভায় অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন বলেন, আমরা সমাজের ইতিবাচক বিনির্মাণ এবং মানুষের কাঙ্খিত মনোবাসনা পূরণের লক্ষ্যেই রাজনীতি করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী নির্বাচনে যশোর ৩ আসনের জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)