Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর , ২০২৫, ০৭:৩০:৪১ এম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি    : যশোরের অভয়নগরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ রবি মৌসুমে গম, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী ও অড়হর ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ২ হাজার ৩৪০ কৃষক কৃষাণীর মাঝে এসব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। রোববার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শেষে কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, ২ হাজার ৩৪০ কৃষক কৃষাণীর মধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে। এছাড়া ২ হাজার ১০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ২০ জনকে এক কেজি করে শীতকালীন পেঁয়াজের বীজ ও ২০ জনকে এক কেজি করে সূর্যমুখীর বীজসহ প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ৮০ জনকে ৫ কেজি করে মসুরের বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং আরো ১০ জনকে ২ কেজি করে অড়হরের বীজসহ জনপ্রতি ৫ কেজি এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার দেয়া হচ্ছে।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)