Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০১:০৫:০৩ এম

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি: পাওনা টাকা না দিয়ে উল্টো হয়রানীর অভিযোগে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সার ব্যবসায়ী পরিতোষ বর্মন। দেয়া হচ্ছে হুমকি কথিত ফেইজবুক সাংবাদিক দিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন তিনি।

উপজেলার রামনগর গ্রামের ক্ষুদ্র সার ব্যবসায়ী শনিবার বেলা দুপুরে দাকোপ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিতোষ বর্মন বলেন, রামনগর ধোপাদী গেট এলাকায় আমার সার ও বিষের দোকান আছে। আমার কাছ থেকে সার বিষ বাকীতে নিয়ে দীর্ঘ বছর টাকা না দিয়ে পক্ষান্তরে আমাকে উল্টো হয়রানী করছে একই এলাকার প্রনব গাইন, প্রকাশ সরদার, নারায়ন সরকার, রুপক মন্ডল, মিঠুন সরকার, অসীম মন্ডল, তুলি রায়, হরিপদ মন্ডলরা। দীর্ঘ ৪ বছর টাকা আদায়ে ব্যর্থ হয়ে কিছুদিন আগে তাদের বিরুদ্ধে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি। সেখানে সালিশের মাধ্যমে তারা কিছু টাকা দেয়। বর্তমানে তাদের নিকট আরো ১ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা পাওনা আছে। আমি তাগাদা দিলে তারা টাকা না দেওয়ার পায়তারায় বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক অভিযোগ করে। যে গুলো তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যেটার তদন্ত চলমান আছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন পবিত্র সরদার, পরিমল মিস্ত্রি, শিউলী বর্মন, সুমি বর্মন, সৌরব বর্মন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)