অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে দারুল ক্বরার আদর্শ মাদ্রাসায় ইফতেতাহ ক্লাস ও পুরস্কার বিতরণী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এইচএম কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা হামদ, নাত, কেরাত ও ইংরেজিতে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন সূরার বাংলা ও ইংরেজি অনুবাদ উপস্থাপন করে।
মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নওরোজুল ইসলাম তুষার। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ ক্বারী রুহুল আমীন। শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওয়াপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হুসাইনী।
সমাবেশে উপস্থিত ছিলেন হাফেজ শাহিন এবং হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল। অভিভাবকরা শিক্ষার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা দেন।