Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : নিতাই রায় চৌধুরী

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৪:৩২:৪১ এম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন-একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কারণ তারা দক্ষ মানবসম্পদ তৈরি, নৈতিক মূল্যবোধ জাগানো এবং একটি উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু জ্ঞানই দেন না, তারা তাদের চরিত্র গঠনেও সহায়তা করেন।
শুক্রবার দুপুরে (৩১ অক্টোবর) মাগুরার মহম্মদপুর সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী এ কথা বলেন।
ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আরও বলেন-শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা মতিউর রহমান,উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,বিএনপি নেতা অ্যাড. মো: রোকুনুজ্জামান খাঁন,বিএনপি নেতা অ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো: মহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো: আকতারুজ্জামান বিল্লাহ,বসুরধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: রিয়াজুর রহমান,বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: মাহফুজুর রহমান,শিক্ষক মো: সিরাজুল ইসলাম, শিক্ষক মো: আবু আক্কার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক ও উপজেলা যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারামিয়া।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)