মাগুরা প্রতিনিধি : ২০২৫ ২৬ অর্থ বছরের সরকারি প্রণোদনার অংশ হিসাবে মাগুরা সদর উপজেলার ৬৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বক্তব্য রাখেন এবং কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন।
শীতকালীন রবিশস্য হিসাবে পরিচিত উফশী জাতের গম, সরিষা, হাইব্রিড জাতের বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, বোরো ধান ও খেসারি বীজ ১৪১০৬ জন কৃষকের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ শুরু হয়েছে।