Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে ফগার ও অসহায় নারীদের সেলাইমেশিন বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর , ২০২৫, ১১:০৬:৪৪ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৬টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। একইসাথে দুস্থ ও অসহায় ১০জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা প্রসাশনের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এসব বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান স্ব স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ফগার মেশিন এবং দুস্থ ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরআগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান তিনি সুনগর ইউনিয়ন ভূমি অফিস, বেতাগা ইউনিয়ন পরিষদ, বেতাগা ইউনাইটেক মাধ্যমিক বিদ্যালয়, বেগাতা বিঘাই আশ্রয়ন কেন্দ্র, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য়ালয় ও ফকিরহাট মডেল থানাসহ বিভিন্ন দপ্তরের কার্যালয় পরিদর্শন করেন। শেষে মতনিমিয় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, হঠাৎ করে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। তবে সকলে সচেতন থাকলে ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা হবে। তিনি আরো বলেন, অসচ্ছল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন করা করা হয়েছে। যাতে তারা সেলাই মেশিনে কাজ করে স্ববলম্বী হতে পারেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)