অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে কওমী ইসলামিক স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হামদ-নাত, পবিত্র কোরআন তেলাওয়াত, ইংলিশ স্পিকিং ও কবিতা আবৃত্তি -এই চারটি বিষয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কওমী ইসলামিক স্কুলের পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইহইয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাঈল হুসাইন রহমানি, নওয়াপাড়া পীরবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হুসাইনি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি শহিদুল ইসলাম কাসেমী, হাফেজ আবুল কাশেম ও মাওলানা মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।