নিজস্ব প্রতিবেদক: অভয়নগরের বহুলালোচিত তরিকুল ইসলাম হত্যা মামলায় এবার সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে শোন-অ্যারেস্ট করেছে আদালত। বুধবার এ আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম এ আদেশ দিয়েছেন। আসাদুজ্জামান জনি অভয়নগরের গুয়াখোলা গ্রামের কামরুজ্জামান মজুমদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২২ মে ধোপাদী গ্রামের বিএনপি নেতা তরিকুল ইসলাম ডহরমশিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীদের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই এসএম রফিকুজ্জামান টুলু বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি অভয়নগর থানায় হত্যা মামলা করেন।
এ মামলার অন্যতম আসামি পলাশ মল্লিককে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। পলাশ মল্লিক এ হত্যাকাণ্ডের সাথে নিজে ও অপর আসামিদের নামউল্লেখ করে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয়।
জবানবন্দিতে সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে মর্মে গত ২৫ অক্টোবর আদালতে শোন-এ্যারেস্টের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মঞ্জুরুল হক ভুইয়া।
বুধবার আসামি জনির উপস্থিতিতে শোন-অ্যারেস্টের শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে গ্রেফতার দেখানোর এ আদেশ দিয়েছেন।