মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নব্বইরশি আর এম আধুনিক হাসপাতালের সম্মেুখ বিক্ষোভ সমাবেশে আগত নেতাকর্মীরা জড়ো হন। সকাল ৯ টায় আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু করেন। অলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মাওলানা মো. শাহদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ নির্বাচনে মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। বক্তব্য রাখেন উপজেলা জামায়েত ইসলামের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক তাওহিদ যোবায়ের, শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান হাওলাদার, অধ্যক্ষ আব্দুস সালাম খান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বারি, হাবিবুল্লাহ তালুকদার, মহিবুল্লাহ রফিক, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।