দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার সখিপুর চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। খেলাধুলা শেষে বিকেলে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মোনাজাত গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ।