নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ ছবি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ভাসুর ও তার ছেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরের রাজাবরদাকান্ত সড়কের ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলো, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ি গ্রামের হেদ্দু বেপারি ও তার ছেলে রুবেল বেপারি।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি রুবেল তার স্বামীর ভাইপো। সেকারণে মাঝে মধ্যে তার বাড়িতে যাতায়াত করতো। এতে তাদের দু’জনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে আসামি রুবেল গোপনে চাচির অশ্লীল ছবি মোবাইলে তুলে রাখে। কিছুদিন পর রুবেল তার চাচির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। নাহলে তার কাছে থাকা ছবি তার স্বামীকে দিবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেবে। বাধ্য হয়ে আসামি রুবেলকে ১ লাখ টাকা চাঁদা দেয়। পরবর্তীতে আসামি রুবেল তার পিতার কুপরামর্শে আরো ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় একাধিক আইডি খুলে চাচির ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে রুবেল। এই ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।