Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে সিসিডিবি’র নির্মিত সাইক্লোন সেল্টার উদ্বোধন

এখন সময়: সোমবার, ৩ নভেম্বর , ২০২৫, ০২:৪৯:৪২ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ফাসিয়াতলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে জার্মান ডিকেএইচ এর অর্থায়নে একটি অত্যাধুনিক সাইক্লোন সেল্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সিসিডিবি এক্সজিকিউটিভ ডিরেক্টর মিসেস কেয়া মালাকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। বিশেষ অথিথি ছিলেন ইউএনও হাবিবুল্লাহ, ভাইস চেয়ারম্যান সিসিডিবি কমিশন বরুণ ব্যানার্জী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, থানা অফিসার ইন চার্জ মো. মতলবুর রহমান, সাবেক সচিব মো. সরোয়ার হোসেন, জমিদাতা মো. সেলিম মিয়া, জার্মান এ্যাম্বাসি প্রতিনিধি মি. জেনিস, নির্বাহী পরিচালক এএসডি আব্দুল করিম, ইডি নবলোক কাজী রাজিব ইকবল, ডোনার প্রতিনিধি থমাস, রেবেকা, টমি, সঞ্চালনায় জুয়েল কর্মকার, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট ম্যানেজার তাপস বাড়ই ও ইনটেরিম কো অর্ডিওনেটর সিসিডিবি আশরাফুজ্জামান।

সিসিডিবি খাউলিয়া ইউনিয়নের তিন নদী মোহনার ঝুঁকিপূর্ণ ফাসিয়াতলা গ্রামে ২০২২ সালে একটি অত্যাধূনিক মানের সাইক্লোন সেল্টার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। সাইক্লোন সেল্টার নির্মানের জন্য জমি প্রয়োজন হলে মো. সেলিম মিয়া ২৫ শতক জমি কিনে দেন। সিসিডিবি জমি বুঝে পাওয়ার পরে  প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে গত ২ বছরের ধরে নির্মাণ করেন একটি অত্যাধুনিক মানের সাইক্লোন সেল্টার। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)