নকিব সিরাজুল হক, বাগেরহাট : ৭১ এ জাতির চরম সংকটময় মুহূর্তে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ে অধ্যাপনার চাকরি ফেলে যিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। স্বাধীনতার লালসূর্য যখন পুব আকাশে উঁকি দিচ্ছিল তখন ৭১ এর ২৮ অক্টোবর আততায়ীর গুলিতে শহীদ হন বাগেরহাটের এই সূর্য সন্তান।
১৯৯৬ সালে এই বীর মুক্তিযোদ্ধাকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেয় তৎকালিন সরকার। একই বছর তার ছাত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোয়াজ্জেমের নামে তার গ্রামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। ১৯৯৭ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ডাক বিভাগ তার নামে স্মারক ডাকটিকিট ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে।
প্রসঙ্গত. বাগেরহাটে সদর উপজেলার মান্দ্রা বাদোখালী গ্রামে ১৯৩২ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মোয়াজ্জেম হোসেন।